কৃষি ঘর ডটকম | Krishi Ghor | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582
Featured image

কচু ক্ষেতের আগাছানাশক ও আগাছা দমন পদ্ধতি

কচু ক্ষেতের আগাছানাশক

কচু ক্ষেতের আগাছানাশক গুলি একটা বড় অংশ হলো চিকন পাতা জাতীয় আগাছা যেমন: শ্যামা, ক্ষুদে শ্যামা, মুথা, বিরকিন্নি, দূর্বাঘাস, ধানের চারা ইত্যাদি। এই আগাছাগুলো দমনের জন্য (কুইজালোফপ - পি ইথাইল) রাসায়নিক উপাদান যুক্ত আগাছানাশক ব্যবহার করতে হয় এবং এই আগাছানাশক কচুর উপর প্রয়োগ করলে কচুর কোনো ক্ষতি হয় না। বাংলাদেশে বহুল প্রচলিত “কুইজালোফপ - পি ইথাইল” যুক্ত আগাছানাশকের নাম হলো:

উল্লিখিত আগাছানাশক ঔষধ গুলোর যে কোন একটা ব্যবহার করলে কচু ক্ষেতের আগাছা গুলো গোড়া থেকে নির্মূল হবে নির্মূল হবে। কচু ক্ষেতের আগাছা নাশক ব্যবহারের উপকারিতা নিচে উল্লেখ করা হলো:

উপকারিতা

      • পার্শ্ব প্রতিক্রিয়া নেই: এটি ব্যবহারে কচুর গাছ ঝিমিয়ে পড়া , পাতা লাল হওয়া এইরকম কোন ক্ষতি হয় না সুতরাং কচুর উপরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ব্যবহারে আপনার কাছে সুস্থ সবল থাকবে। 
      • গোড়া নির্মূল: কচু ফসলে চিকন পাতা জাতীয় আগাছা যেমন: ধানের চারা, শ্যামা, ক্ষুদে শ্যামা, দূর্বা, বিরকিন্নি, আদা গেটে এ-ই রকম বিভিন্ন আগাছার গোড়া থেকে সম্পূর্ণভাবে নির্মূল করে। 
      • স্বল্প খরচ: এই আগাছা দমন করতে কম খরচ হয়। 
      • নিশ্চিন্তে ব্যবহার: আগাছানাশক কচুর এর কাণ্ড ও পাতায় লাগলেও কচু কোন ক্ষতি হয় না, কিংবা গ্রোথ থামে না।
      • পরিবেশগত সুবিধা: যেহেতু এটি নির্দিষ্ট আগাছার উপর কাজ করে, এইজন্য এটি পরিবেশের জন্য কম ক্ষতিকর। 

অপকারিতা 

      • সীমাবদ্ধতা: এই আগাছানাশকে ব্যবহার করলে কিছু আগাছা যেমনঃ ভাদাইল , শুষনি, কিছু চওড়া পাতা আগাছা দমন হয় না। 

সতর্কতা

যদিও এটি ফসলের জন্য নিরাপদ, তবুও সঠিক মাত্রা ও প্রয়োগ পদ্ধতি অনুসরণ করা জরুরি। এটি কোন ফসলের অতিরিক্ত মাত্রায় ব্যবহার না করা উত্তম , তবে এটি সাধারণত অতিরিক্ত ব্যবহার করলে কিছুদিন পর তা স্বাভাবিক হয়ে যায়।

সুতরাং, কচুক্ষেতে কুইজালোফপ-পি-ইথাইল যেমন: জি ক্লিন ৫ ইসি , নিক্তি ৮.৮ ইসি , টাইজালো সুপার ৫০ ইসি এর ব্যবহার কৃষকদের জন্য আগাছা নিয়ন্ত্রণে একটি কার্যকর সমাধান ।